বোনের বান্ধবী যখন রোমান্টিক বউ পর্ব_০৫

কলেজে এসে দেখি ছুটি হয়ে গেছে । তারপর কলেজের ভিতরে ঢুকলাম । আপুর কাছে গিয়ে দেখি আপু ফোনে কথা বলতেছে ।

মিম : ফোনে তো ভালই কথা হচ্ছে ।

আপু : হুম । তুই যদি ঘুরতে পারিস আমি কেন
কথা বলতে পারবোনা ।

মিম : হুম তা অবশ্য ঠিক কথা , দুলাভাই এসাথে
ভালোই প্রেম হচ্ছে তাহলে ।

আপু : হুম । তোদের ঘুরা হলো এতোক্ষণে

মিম : ঘুরলাম কই কেবল তো শুরু

আর আমি ওদের কথা চুপ করে শুনতেছি । তখনি রাকিব আর রাফি এলো

রাকিব : আসসালামুয়ালাইকুম ভাই । আমাকে চিনতে পেরেছেন

আমি : ওয়ালাইকুমুস সালাম । তোকে চিনতে পারবো না মানে আর তুই আমাকে আপনি করে বলতেছিস কেন ( অবাক হয়ে )

রাফি : আপনি তো প্রেমিকা পেয়ে আমাদের ভুলেই গেছেন ।

আমি : ঐ তোরা ফাজলামি বাদ দিবি । ( রেগে )

রাকিব : আমরা ফাজলামি করতেছি আজকে কলেজে এসে এবারো দেখা করেছিস ।

আমি : না মানে ( এই রে খেপে গেছে মনে হয় )

রাফি : তোকে মানে মানে করতে হবে না । একটা তো ফোন ও করিস নাই

আমি : তোরা ও তো ফোন করিস নাই

রাকিব : তুই মিম আপুর সাথে আছিস তাই । ফোন করে ডিস্টার্ব করে কি করবো ।

আমি : আচ্ছা একটা কথা মাথায় আসছে না । আমি মিম আপুর সাথে ছিলাম তোদের কে বললো

রাফি : কেন রিয়া আপু ।

আপু আর মিম আমাদের কাহিনী দেখে হাসতেছে

তারপর কিছুক্ষণ কথা বলে নিজ বাসায় চলে গেলাম

বিকালে রাকিব আর রাফির সাথে আড্ডা দিলাম

রাতে খাওয়া শেষ করে মিম এর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম

সকালে

আপু : ঐ উঠ না । আর কতো ঘুমাবি

আমি : কি হয়েছে সকাল সকাল ডাকো কেন । আজ তো বন্ধ

আপু : আজকে ঘুরতে বের হবো । এবার ওঠ

আমি : আমি পারবো না

আপু ফোন বের করে কাকে যেন ফোন করতে চাচ্ছে

আমি : কাকে ফোন কর

আপু : মিমকে

আমি : কেননন এর মধ্যে মিমকে ফোন করার কি আছে
ওঠতেছি তো ( ফোন কেরে নিয়ে , মিম আমাকে আস্ত রাখবে না ।
ভয় পাওয়ার কারণ হলো সকালে ঘুম থেকে না উঠার কারণে একদিন
৫০ বার উঠ বস করাছিল )

আপু : আমার ফোন দে

আমি : ফোন করোনা , উঠতেছি তো

আপু : করবো ফোন দে

আমি : আচ্ছা আপু একটা কথা বলি

আপু : বল

আমি : আমি ছোট বাচ্চা মানুষ । কথা কথা মিম এর ভয় দেখাও
কেন । সে তো আস্ত গুন্ডী ।

আপু : এএ আইছে ছোট বাচ্চা । তাইতো মিম এর সাথে রিলেশন শুরু করলি

আমি : আমি নিজেও জানি না ঐ গুন্ডীর প্রেমে পড়লাম ।

আপু : খবর দার আমার বান্ধবীকে গুন্ডী বলবি না । আর মিম তোর সাথে যারা করে ভালো করে । তুই সোজা কথায় শুনিস না কেন

আমি : যত দোষ এখন আমার

বলে বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হতে । ফ্রেশ হয়ে দেখি আপু ঘরে নাই তার মানে আপু নিচে চলে গেছে । আমি ও নিচে গেলাম ।

নিচে গিয়ে দেখি আব্বু বসে পেপার পড়তেছে আমি আব্বুর পাশে গিয়ে বসলাম ।

আব্বু : আজকে তো বন্ধ ।

আমি : হুম

আব্বু : হাত খরচ আছে নাকি লাগবে

আমি : না আছে ।‌ লাগলে বলবো

আব্বু : হুম । তা মাঝে মাঝে আমার সাথে অফিসে ও তো বসতে পারো ।

আমি : আমি তো ছোট । এখন এইসব পারবো না।

আব্বু : আমার ও বয়স হচ্ছে । আমি আর একা হাতে কত সামলাবো

আমি : আরে আব্বু চিন্তা করো না তুমি এখন young আছো । তুমি ঠিক পারবে ।

আব্বু : বুঝেছি । আর পাম মারতে হবে না ।

আমি : আরে পাম মারতে যাবো কেন । সত্যি বললাম তো

কিছুক্ষণ পর নাস্তা করে রুমে এলাম

কিছুক্ষণ পর

আপু : কি করিস

আমি : তেমন কিছু না , বসে আছি

আপু : রেডি হয়ে নে বাহিরে যাবো

আমি : আচ্ছা তুমি নিচে যাও আমি যাচ্ছি ।

আপু : আচ্ছা তাড়াতাড়ি আয় ( বল আপু চলে গেল )

তারপর আমি রেডি হয়ে নিচে গেলাম তারপর আব্বু আম্মুকে বলে বাহির হলাম । মোটরসাইকেল বাহির করতে যাবো তখনি

আপু : মোটরসাইকেল নয় গাড়ি বের কর

আমি : আচ্ছা

তারপর গাড়ি বের করলাম
আপু এসে বসল

আমি : কোথায় যাবা কিছু তো বললে না

আপু : ……………. রেস্টুরেন্ট এ চল

আমি : আচ্ছা ।

কিছুক্ষণ পর সেখানে গিয়ে পৌঁছালাম
ভিতরে ঢুকলাম গিয়ে দেখি মিম বসে আছে

মিম : এতো দেরি হলো কেন

আপু : সব রিফাতের জন্য

আমি : ( লে হালুয়া , যত দোষ নন্দ ঘোষ , কি করলাম আমি মনে মনে )
আমি বলার আগেই

মিম : আজকে ছেড়ে দিল , পরের বার ছাড়বো না ( আমাকে )

কিছুক্ষণ কথা বলতে বলতে হিমেল ভাইয়া চলে এলো

আমি : কেমন আছো ভাইয়া

ভাইয়া : ভালো আছি তুমি কেমন আছো

আমি : আমি ও ভালো আছি

আপু : মিম পরিচয় হয়ে নে ( ভাইয়া কে দেখিয়ে ) এই তোর হবু দুলাভাই , আর ও হলো মিম আমার বেস্ট ফ্রেন্ড + ফোনে বলেছিলাম ।

মিম : আসসালামুয়ালাইকুম

ভাইয়া : ওয়ালাইকুমুস সালাম কেমন আছো

মিম : ভালো আছি আপনি কেমন আছেন

ভাইয়া : আমি ও ভালো আছি । কিন্তু রিফাত তোমার ট্রেট বাকি আছে , আর সবথেকে বড় কথা তুমি আমাকে এখন বলনি তুমি প্রেম করতেছো ।

আমি : ( এই খাইছে রে ) না আসলে আমি তো যানি তুমি যেনে গেছো , তাই আর আলাদা করে বলিনি ( পুরো পাম দিলাম আর মনে মনে আপু চোদ্দ গুষ্টি উদ্ধার করলাম , আপুর চোদ্দ গুষ্টি মানে তো আমার চোদ্দ গুষ্টি , আমি এক পাগল )

আপু : আচ্ছা তোমরা কি আগে থেকেই পরিচিত ( আমাকে আর ভাইয়া কে , কেও যানে যে আমরা পরিচিত )

আমি : না মানে , হ্যাঁ আগে থেকেই পরিচিত

আপু : ও কিন্তু কবে থেকে আর কিভাবে

ভাইয়া : ছাড় তো এই সব কথা পরে শুনিও

তারপর আমরা কিছু খাবার অর্ডার দিলাম তারপর গল্প শুরু করলাম

হঠাৎ

More From Author

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *