বোরকাওয়ালি মেয়ে যখন বউ পর্ব-০২


.
.
.
দরজা খুলে দিতেই আমি তো অবাক,,
একটা সুন্দরী মেয়ে দরজা খুলে দিল,,দেখতে মাসাআল্লা,,
মেডামের মেয়ে আছে সেটা তো জানতাম না,, কখনো শুনিনি,,(মনে মনে ভাবছি) বেড়াতে আসছে মনে হয়,,
হঠাৎ মেয়েটির ডাকে ভাবনার ছেদ ঘটল,,,
মেয়ে–কাকে চাই,,?
আমি–আমি মেডামের কাছে পড়তে এসেছি,,
মেয়ে–ওওও আসেন,,,এই বলে মেয়েটা একটা হাসি দিয়ে চলে গেল,,
হাসিটার মানে কি কিছুই বুঝতে পারছি না,,
আচ্ছা মেয়েটার চোখ দুটো খুব চেনা চেনা লাগছে,, কোথায় যেন দেখেছি,,(আবার ভাবনার জগতে ডুবে গেলাম)
কোথা থেকে আবার এসে
মেয়েটি–কি মিস্টার ওখানে দাঁড়িয়ে থাকবেন নাকি,,

মেয়েটির কথাই আমি বাস্তবে ফিরে এলাম,,
আমি–ওও হে আসছি,,এই বলে ভিতরে গেলাম,,
মেয়েটি–আমি জানি তুমি কি ভাবছ,,তুমাকে এত বছর পর হাতের কাছে পেয়েছি,,আহা কি শান্তি,,এখন একটু মজা লই,,(মনে মনে)
আমি–আসসালা মুআলাইকুম,,
মেডাম–ওআলাইকুমস সালাম,,বসো,,
আমি–জি মেম,,
মেম–পড়া বের কর,,
আমি–ধুর আসার সাথে সাথে পড়া,, নতুন আসলাম চা নাস্তা না দিয়ে পড়া বের করতেছে,,, শাকচুন্নী কোথাকার,,(মনে মনে ভাবছি)
মেডাম–কি হল,,কি এত ভাবছ বই বের না করে,,
আমি–জি করতেছি,,,
মনে মনে গুষ্টি উদ্ধার করতেছি,,

আপনারা আবার কয়য়েন না,, আমারে ভিটামিন দিবে,, সেই রাগী মেডাম,,,
মেডাম–কি কি সমস্যা আছে,,
আমি–সমস্যা তো অনেক আছে,,কোনটা রেখে কোনটা বলব,,( বিড়বিড় করে)
মেম–কি বিড়বিড় করতেছ,,
আমি–কিছুনা মেম,,, আমার এই অধ্যায়ের সমস্যা আছে,,
মেডাম–ওকে আমি বুঝিয়ে দিচ্ছি,,
মেডাম বুঝিয়ে দিতে লাগল,,
বুঝিয়ে দেওয়া শেষে।
মেম–মিম,,ওর জন্য নাস্তা নিয়ে আই,,

মিম নামটা শুনে আমার মনের মধ্যে কেমন যেন করে উঠল,,নামটা খুব পরিচিত মনে হচ্ছে,, ধুর মাথা কাজ করছে না,,
যাক মেডাম দেখতেছি রাগী হলেও মনের দিক দিয়ে ভালো আছে,,
আমি–না মেডাম তার কোন দরকার নেই,,
মেডাম–তা বল্লে হবে না,, তুমি আমার বান্ধবীর ছেলে,,আজ অনেক দিন পর এলে,,,,,

মেয়েটা কিছুক্ষণ পর নাস্তা নিয়ে এল,,
তাহলে এর নাম মিম,,যেমন মেয়ে তেমন নাম,,

আমি–মেডাম একে তো চিনলাম না,,
মেডাম–সেকি তুমি ওকে চিনতেছ না,,ও আমার মেয়ে,,,
আমি–কি,,!
মেডাম–ছোটবেলাই তোমরা একসাথে খেলতে,, কত দুষ্টুমি করতে,,সব কিছু ভুলে গেলে,,

আসলে আমার সত্যি কিছু মনে নেই,
মিম মুচকি মুচকি হাসতেছে,,
কিছু মাথায় আসছে না
আমি–ওও,,

আজকের মত পড়া শেষ করে বাসাই চলে এলাম,,
রুমে এসে ভাবতে লাগলাম,,
মেডামের মেয়ে আমার খেলার সাথি ছিল,,,তা আমার মনে নেই,,যাই আম্মুর কাছ থেকে জিগ্গেস করে আসি,,
আম্মুর রুমে এসে
আমি–আম্মু কি করছ,,
আম্মু–দেখতেছস না,, কিছু বলবি?.
আমি–মেডামের মেয়ে আছে,,সেটাতো জানতাম না,, তুমি তো বলোনাই
আম্মু–সেকি তোর মনে নেই,,তোরা ছোট বেলায় সবসময় একসাথে থাকতি,,কত দুষ্টুমি করতে,,, একজনের চকলেট একজনে ছুরি করে,,খেয়ে ফেলতি,,তা নিয়ে তোদের মারামারি শুরু হয়ে যেত,,
আমি–ওর নাম কি,,
আম্মু –মিম,,
পাঠক ভাই ও বোনেরা আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে, আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে, তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে এড হতে চান তারা আমাকে ইনবক্স করুন, গ্রুপের নাম:- NR Story
তাইতো বলি মেডাম যখন নামটা ধরল,, আমার এমন কেন লাগল,,
আমি–আমার তো কিছুই মনে পড়ছে না,,
আম্মু–মনে পড়বে কেমনে,,ও যখন পাঁচ বছর ছিল তখন ওকে ওর নানুর বাড়ী পাটিয়ে দেওয়া হয়,, এরপর থেকে তোদের আর দেখা হয়নি
আমি–ওও,,
আম্মু–তা হঠাৎ ওর কথা জিজ্ঞেস কেন করলি,,
আমি–আজকে পড়তে গেছি যে তখন মেডাম পরিচয় করাই দিছে,,
আম্মু–সে কি মিম মামনি কখন আসছে,,?
আমি–আমি কি জানি,,
আম্মু–আচ্ছা মিমকে কাল তোর সাথে নিয়ে আসিস,,
আমি–আমার আর কাজ নাই,,মুই পারোম না,,

_______এই বলে রুমে চলে গেলাম,,
রাতে খাওয়ার সময় হলে খেয়ে শুয়ে পরলাম,,
সকালে
আম্মু–ওই উঠ,,
আমি–না আরেকটু ঘুমাই,,
আম্মু–আর ঘুমাতে হবে না,, স্কুলে যেতে হবে তো,,
আমি–আচ্ছা উঠছি,,যাও,,
আম্মু–এখনি উঠ,, আমি গেলে তুই আবার ঘুমিয়ে পরি,, আমার সামনে উঠ,,
আমি–ধুর ভাল্লাগে না,,এই বলে ওয়াস রুমে চলে গেলাম,,
ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে নাস্তা করতে নিচে গেলাম,,
নাস্তা করে,,
আম্মু কে বলে বেরিয়ে গেলাম,,
রাস্তায় হাটতেছি আর গান করতেছি,,
+একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে+এই গান টা করতেছি,,

__হঠাৎ সামনে তাকিয়ে দেখি সত্যিই একটা বোরকা পরা মেয়ে যাচ্ছে,,গাইছি গান,,এখন দেখতেছি সত্যি সত্যি বোরাওয়ালি,,
আমার ও মেয়েটিকে দেখার ইচ্ছে হল,,
তাই আমি মেয়েটিকে ডাক দিলাম,,
মেয়েটা পিছনেই ফিরতেই,,,

————চলবে নাকি দৌড়াবে————

More From Author

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *