আমি:- মিম দাড়াও……
মিম হাটতেছে…
আমি:- মিম কই যাও তুমি?
মিম:- সেটা কি তোমাকে বলতে হবে
আমি:- বাড়িতে যাবা না?
মিম: -না এখন যাবো না!
আমি: -এখন কই যাবা?
মিম: -সেটা তোমাকে বলতে আমি বাধ্য নই
আমি: -মামি যে আজকে তাড়াতাড়ি বাড়িতে ডাকছিলো!
মিম: -বললাম তো আমি যাবো না তুমি যাও
আমি:- চলো না আজকে একটু তাড়াতাড়ি বাসায় যাই। কালকে ঘুড়তে বেড় হইয়ো………
মিম:- ওই ফকিন্নির বাচ্চা, তোরে না আমি আগে ও বলছি আমার ব্যাপার নিয়ে মাথা না ঘামাতে
আমি:- না মানে🤔
মিম:- আমার সামনে থেকে যাবি না থাপ্পর খাবি👋,,,,,,,,
মিম এই কথা টা বলার পর আমি ওখান থেকে একাই বাসার দিকে রহনা দিলাম!
আর হ্যা মিমের এই রকম ব্যাবহার আমার সাথে করার কারন হচ্ছে,,,,,,,,,
আমি গরিব,,,,, আমি দেখতে কালো।
ও হ্যা চলেন বাড়ি যেতে যেতে আপনাদের কে পরিচয় টা বলি!
আমি মাসুম। আমার বাবা মা নাই(গল্পে)। আমি মামার বাসাতেই থাকি.এবারে BSc তে পড়ি!
আর যার সাথে এতক্ষণ কথা হলো ও হচ্ছে আমার বড়লোক মামার একমাত্র মেয়ে আমার সাথেই পড়ে!
এই রে,,পরিচয় দিতে দিতে আমি বাড়ি চলে এসেছি!
আমি বাড়িতে ডুকে রুমে গেলাম কিছুক্ষন পর আমার রুম এ মামি এসে বললো,,,,
মামি:- কিরে মাসুম,,,,,মিম আসে নাই?
আমি:- না মামি
মামি:- কেন?
আমি:- ওর একটা ক্লাস আছে সেটা শেষ করেই আসবে( মিথ্যা বললাম) !
মামি:- ওকে না আমি আজকে তাড়াতাড়ি ডাকছিলাম,, এই কথা মিমকে বলিস নি?
আমি:- বলছি কিন্তু ও বললো ক্লাসটা শেষ করেই চলে আসবে!
মামি:- আচ্ছা তুই ফ্রেশ হয়ে রেডি হয়ে নি। আমি মিমকে ফোন দিয়ে তাড়াতড়ী আসতে বলতেছি!
আমি:- কোথায় যাবো আমরা?
মামি:- গেলেই দেখতে পাবি!
আমি:- আমি না গেলে হয় না🙄
মামি:- বেশি কথা না বলে রেডি হয়ে নিতো তাড়াতাড়ি!
আমি:- আচ্ছা আমি রেডি হচ্ছি!
বলেই আমি ওয়াসরুম এ চলে গেলাম!
আমি ফ্রেশ হয়ে বেড় হয়ে এসে দেখি মিম আমার রুম এ খুব রাগানিত্ব ভাবে দাড়িয়ে আছে😡
আমি বুঝতে পারলাম যে মিমকে কেউ মনে হয় বাইকে এসে রেখে গেলো!
কারন এই ১০ মিনিট এর মধ্যে কলেজ থেকে আসা সম্ভব না,
কিন্তু ও রাগ করে আছে কেন?
আমি রুমের মধ্যে ঢুকে বিছানাতে বসবো, এমন সময় মিম বলে উঠলো…
মিম:- আম্মু কে তুমি কি বলছো?
আমি:- কই কিছু বলি নি তো!
মিম: তাহলে আমাকে ফোন করে ডাকলো কেন?😡
আমি:- আমি কি জানি সেটা তোমার আম্মু কে গিয়ে বলো!🤭
মিম: -আম্মু বললো তুমি নাকি বলছো যে আমি ক্লাস করতেছি?
আমি: হুম বলছি তো!😷
মিম: -তোমাকে কি আমার ব্যাপারএ কিছু বলতে বলছি কাউকে?
আমি:- মামি বললো যে কলেজ তো ছুটি হয়েছে! কিন্তু মিম কেন? এখন ও নাই,, তুই কি জানিস, ও কই গেছে?
তখন আমি তোমার ভালোর জন্য বললাম যে ওর একটা ক্লাস আছে সেটা ও করে তারপর আসবে!
মিম:- তোমাকে আমার ভালো নিয়ে কখনো চিন্তা করতে বলছি😡
আমি:- ন
মিম:- কান খুলে ভালো করে শুনে রাখ !
এর পর যদি আমাকে নিয়ে আম্মুর কাছে কিছু বলিস তাহলে, গলা ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বেড় করে দিবো, মনে থাকে যেন কথাটা,,,,,
বলেই মিম আমার রুম থেকে চলে গেলো।
আর আপনারা ভাবতেছেন তো মিম আমাকে এত অপমান কেন করে? সেটা আমার কপালের দোষ
কিন্তু মামি আমাকে অনেক ভালোবাসে। মিম আমাকে প্রতিদিন এই অপমান করে, কোন না কোন বিষয় নিয়ে,,
এখন আমার ওর অপমান সহ্য হয়ে গেছে,,,,,
ও অপমান করলে আমার আর খারাপ লাগে না!
আমি যানি না, মিম রিলেশন করে কি না? তবে ওর সাথে সব সময় আমি একটা ছেলেকে দেখি
ছেলেটা কে সেটা আমি যানি না। তবে ছেলেটা দেখতে পাতি পাতি লাগে
এসব ভাবতে ভাবতে মামি আমাকে এসে ডাকলো!
মামি:- মাসুম আসো তাড়তারী,,,
আমি রুম থেকে বেড় হয়ে ওদের সাথে গাড়িতে গিয়ে বসলাম
সামনের গাড়িতে মামা মামি আর
ড্রাইভার ।
আর মিম যে গাড়িটা ব্যবহার করে সেটা আমি নিজেই ড্রাইভ করি।
মামা আর মামি চলে গেলো আর আমি মিমের জন্য অপেক্ষা করতেছি
কিছুক্ষন পড় মিম বাড়ি থেকে বেড় হলো দেখতে ঠিক নীল পরীর মত লাগতেছে,,,,
শুধু মিমের দিকেই চেয়ে থাকতে মন চাইতেছে, কিন্তু অপমান এর ভয়ে আর ওর দিকে তাকালাম না
মিম এসে সামনে বসলো,,,, আমি বললাম…..
আমি: মামা মামি তো আগে চলে গেছে, আমরা কোথায় যাবো?তুমি কি যানো?
মিম: না যানি না ।।
আমি:-আচ্ছা। বলেই আমি মামিকে ফোন দিয়ে যায়গা টার নাম যেনে নিলাম
আমি ড্রাইভ করতেছি আর মিম যেন কার সাথে কথা বলতেছে কথা গুলো ছিলো এরকম….
মিম: না বাবু, আমি সত্যি তোমাকে লাভ করি
মিম: তোমার টাকা লাগবে। বলো তোমার কত টাকা লাগবে? আমি দিবো,
মিম: আচ্ছা তুমি……….. যায়গায় আসো আমি ওখানে আসতেছি
মিম: ওকে বাবু উমমমমমমমমা
বলেই মিম ফোন টা কেটে দিয়ে, আমাকে ওই যায়গায় যেতে বললো।
আমি কিছুই বুঝতে পরলাম না,, ওই ছেলেটা ফোনের ওপাশ থেকে কি বললো?
আর আমি ও মিমকে কিছু না বলে ওই যায় গায় চলে গেলাম!
কারন কিছু বলতে গেলেই মিম আমাকে অপমান করতো
আমরা ওই যায়গায় দাড়িয়ে আছি কিছুক্ষন পরে একটা ছেলে আসলো🚶
মটর সাইকেলে করে সেটা দেখে মিম এগিয়ে গেলো।
…………………চলবে…………………