মিম রুমের মধ্যে ঢুকেই দেখে যে রিপা আমার হাত দুটো ধরে কথা বলতেছে।
।
মিম আমার দিকে রেগে এসে বললো
।
মিম: ছি ছি মাসুম,, তুমি এত খারাপ আগে তো জানতাম না
।
আমি: আমি আবার খারাপ হলাম কেন?
।
মিম: একটা অচেনা অজানা মেয়ের হাত ধরতে তোমার লজ্জা করলো না
।
আমি: আসলে তুমি যেটা ভাবতেছো সেটা না
।
মিম: হ্যা হ্যা আমি সব বুঝি,, গায়ে পড়ে ভালোবাসতে গেছি তো তাই তোমার ভাব বেড়ে গেছে
।
আমি: বিশ্বাস করো রিপার সাথে আমার কোন সম্পর্ক নেই
।
মিম: নিজের চোখে না দেখলে হয়তো বা বিশ্বাস করা যেতো ছি মাসুম ছি।
।
আমি: মিম ও তোমার কথায় বলতেছিলো,,, আমাকে যে তুমি আমাকে কত ভালোবাসো!!
।
আর আমি তোমাকে ভালোবাসি না। তাই তো রিপা আমার হাত দুটো ধরে
।
রিকুয়েস্ট করতেছে যেন আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে নিয়ে ভালো থাকি
।
মিম: হয়েছে হয়েছে আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলা লাগবে না
।
পাশ থেকে রিপা বলে উঠলো
।
রিপা: মিম মাসুম,, যে গুলো বললো সব সত্যি
।
মিম: আমাদের কথার মাঝে তোমাকে কথা বলতেছি
।
রিপা: না মানে
।
মিম: হয়েছে আর আপনাকে ওর হয়ে দালালি করতে হবে না
।
আমি: মিম চুপ করো না
।
মিম: হয়েছে হয়েছে থাকো তোমরা আমি গেলাম
।
আমি; মিম শুন,, মিম বিশ্বাস করো,,, মিম দাড়াও বলছি।
।
কিন্তু মিম আর দাড়ালো না কান্না করতে করতে চলে গেলো। আমি ওখানেই বসে পড়লাম
।
কেন যেন আমার খুব খারাপ লাগতেছে মিমের জন্য। কারন আমি মিমের কান্না একদম সইতে পারি না।
।
রিপা: মাসুম বাসায় যাও,, আর সব ঠিক হয়ে,, যাবে চিন্তা করো না।
।
আমি: রিপা ও খুব জেদি,, কি হতে যে কি করে আমি কিছুই বুঝতেছি না
।
রিপা: আচ্ছা তোমার নাম্বার টা দাও তো
।
আমি: কেন
।
রিপা: মাঝে মাঝে একটু কথা বলতাম
।
আমি: ওকে নাও
।
রিপা: বলো
।
আমি: ০১৮……৮৯
।
রিপা: ওকে থ্যাংকস আর মিমকে আমি বুঝিয়ে বলবো তুমি চিন্তা করো না
।
ওর সাথে কথা বলার এক পর্যায়ে মামি এসে ডাক দিলো
।
মামি: মাসুম এই মাসুম,,,
।
আমি; জি মামি
।
মামি: ওকে চলো এখন বাসায় যাই
।
আমি: ওকে চলেন
।
মামি: মিম কই?
।
আমি: ও আগেই চলে গেছে
।
মামি: কোথায়
।
আমি: ও মনে হয় গাড়িতে আছে চলেন এখন
।
মামি: ওকে চলো। আর হ্যা রিপা ভালো থেকো,, আর আমাদের বাসা তে আসিয়ো
।
রিপা: ওকে আন্টি বাই
।
মামি: বাই
।
তারপর আমি মামি আর মামা বাড়ি থেকে বের হয়ে গাড়ির কাছে এসে দেখলাম মিম গাড়িতে বসে আছে
।
আমরা সবাই গাড়িতে বসলাম,, আমি নেহা আর মিম এক গাড়িতে। আর অন্যরা আর এক গাড়িতে।
।
আমি রাস্তায় মিমের সাথে কথা বলতে চাইলে ও মিম আমার সাথে কথা বলে নাই।
।
আমরা সবাই মিলে ওই গাড়িতেই মিমদের বাসাতে গেলাম
।
ওখানে কিছুক্ষন থাকার পর নেহার আম্মু বলতেছে
।
আন্টি: মাসুম চলো এখন আমরা চলে জাই
।
আমি: ওকে আন্টি চলেন
।
পাশ থেকে হঠাৎ করে মামি বলে উঠলেন
।
মামি: বাবা মাসুম,, একটা কথা বলতাম
।
আমি: আরে বলেন মামি এটার জন্য আবার অনুমতি নেয়া লাগবে
।
মামি: তুমি যদি কিছু মনে না করো তাহলে আজ থেকে এখানেই থাকতে।
।
আমি নেহার আম্মুর দিকে তাকিয়ে বললাম
।
আমি: না মানে মামি
।
আন্টি: ওকে মাসুম কোন না মানে নাই তুমি আজ থেকে এখানে থাকবে।
।
আমি: ঠিক আছে।
।
আন্টি: ওকে ভালো থেকো সবাই । বাই আবার আসবো পরে।
।
বলেই আন্টি আর নেহা চলে গেলো। সেদিন এর রাতের মধ্যে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম।
।
সকাল সকাল মামির ডাকে আমার ঘুম ভাংলো। মামি আমার রুম এ এসে বললো
।
মামি: মাসুম মিম মার্কেট এ যাবে,, আমি তো কলেজ এ যাইতেছি। তাই তুমি যদি ওকে একটু নিয়ে যেতে
।
আমি: ঠিক আছে মামি মিমকে বলে যান আপনি
।
মামি; ওকে আমি তাহলে গেলাম।
।
তারপর মামি চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে দেখি টেবিল এ নাস্তা রাখা।
।
একটু নাস্তা করে মিম এর রুম এ গোলাম। গিয়ে বললাম
।
আমি: তুমি রেডি হয়েছো
।
মিমের মুখ এ কোন কথা নাই ব্যাগ নিয়ে বেড়িয়ে পড়লো। আমি ও ওর পিছন পিছন আসলাম।
।
ও এসে গাড়িতে বসলো। বুঝতে পাড়লাম ও রেডি। গাড়ি স্টাড করলাম
।
গাড়ি ওর আপন মনে চলতেছে।কিছুদুর যাওয়ার পর আমি বললাম
।
আমি: আচ্ছা কি কি কিনবা
।
মিম: নিশ্চুপ
।
আমি: এখনো রাগ করে আছো
।
মিম: আমি কারো উপর রাগ করি না।
।
আমি: কেন আমার উপর তো রাগ করে আছো
।
মিম: কে আপনি যে আমি আপনার উপর রাগ করবো।
।
আমি: কেউ না আমি তোমার
।
মিম: কেউ যদি হতেন তাহলে কি।
।
আর বলতে পারলো না এমন সময় আমার মোবাইল ফোন টা বেজে উঠলো
।
ফোন টা মিম আর আমার মাঝ খানে ছিলো তাই কে ফোন দিছে সেটা ও ভালো করে দেখলো
।
আমি ফোন টা হাতে নিয়ে দেখি রিপা এর ফোন।
।
কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না,, ধরবো না কেটে দিবো।
।
করতে করতে ফোন টা ধরলাম ওপাশ থেকে রিপা বলে উঠলো
।
রিপা: কেমন আছো মাসুম?
।
আমি: এই তো ভালো তুমি
।
রিপা: হুম ভালো। তা কি করো?
।
আমি: মার্কেট এ যাইতেছি মিমকে নিয়ে।তুমি কি করো?
।
রিপা: ভালতো ওকে যাও। আর আমি শুয়ে আছি
।
আমি: সকালে খাইছো তুমি
।
রিপা: হুম তুমি
।
আমি: হুম খাইছি
।
রিপা: ওকে বাই পরে কথা হবে
।
আমি: ঠিক আছে বাই
।
বলেই আমি ফোন টা কেটে দিলাম এর মুখটা ঘুড়িয়েই দেখলাম
।
মিম আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে।
।
আমি আর কোন কথা না বলে গাড়ি দ্রুত চালিয়ে মার্কেট এ চলে আসলাম।
।
দেখলাম মিম মার্কেট এ ঢুকার পর এ কোন কিছুই কিনলো না
।
আর ও মার্কেট থেকে বের হয়ে আসলো। মিমের মনটা খুব খারাপ।
।
আমি জানি কেন ওর মনটা খারাপ। তাই ওকে বললাম
।
আমি: কি হলো কিছুই যে কিনলা না।
।
মিম: কিনবো না ভালো লাগতেছে না
।
আমি: কেন?
।
মিম: বাসায় যাবো চলো
।
আমি: কেন?
।
মিম: তুমি যাবা না,, আমি একাই যাবো?
।
আমি: ওকে চলো
।
তারপরে আমরা দুজনে বাড়িতে চলে আসলাম।
।
এভাবেই দিন গুলো কাটতে লাগলো। আমি অনার্স পরিক্ষা দিলাম ভালো রেজাল্ট করলাম। মিম ও ভালো রেজাল্ট করলো।
।
এখন রিপার সাথে তেমন আর কথা হয় না। ও কল দেয় না আর আমি ও দেই না
।
মিম এখন আমার সাথে কথা বলে। তবে প্রয়োজন ছাড়া কথা বলে না।
।
একদিন আমি আর মিম রুম এ বসে টিভি দেখতেছি হঠাৎ করে.