–
সকাল এ আমার ঘুম ভাংগার সাথে সাথে আমি শুনতে পেলাম রুমের বাহির থেকে কে জানি আমাকে ডাকতেছে
।
বাহির থেকে: স্যার স্যার
।
আমি: জি
।
বাহির থেকে: আপনার কাছে একজন দেখে করতে আসছে তাকে কি পাটিয়ে দিবো
।
আমি: হুম যাও দাও
।
আমি এই কথা বলার পর বিছানা থেকে উঠে বিছানা টা ঠিক করে এসে দরজা টা খুলে দিলাম
।
কিছুক্ষন পরেই কে যেন আমার রুম এর মধ্যে ঢুকলো। আমি আমার মাথাটা
।
পিছনে ঘুরাতেই তো অবাক কারন মিম আসছে। ও এত সকালে আসলো কিভাবে কেবল তো ৯ টা বাজে
।
আমার এভাবে তাকিয়ে থাকা দেখে মিম আমাকে বললো
।
মিম: কি দেখ ওভাবে
।
আমি: না মানে তুমি এত সকালে
।
মিম: কেন তুমি তো আসতে বললা
।
আমি: এত সকালে আসলা কিভাবে
।
মিম: ও এই কথা
।
আমি; হুম কিভাবে আসলা
।
মিম; আমি আজকে রাতে আসছি
।
আমি: মানে কোথায় ছিলে রাতে
।
মিম: আমার খালা বাড়িতে
।
আমি: এখানে কোথায় তোমার খালা বাড়ি
।
মিম; এই তো ২ কিলোমিটার দুরে
।
আমি: ও
।
মিম; তা বসতে বলবা না দাড়িয়ে থাকবো
।
আমি: আরে না না বসো তুমি। আমি একটু নাস্তা বানিয়ে নিয়ে আসি
।
মিম: মানে তুমি নাস্তা বানাবে কেন
।
আমি: না বানালে খাব কি। আর আমাকে তো কেউ আসি বানিয়ে দিয়ে যাবে না
।
মিম: তাহলে আমি কি জন্য আসছি
।
আমি: তুমি তো আমার জন্য আসছো
।
মিম: তাহলে যে
।
আমি: তাহলে কি
।
মিম: আমি রান্না করবো কাপড় ধুব আর তুমি অফিস সামলাবে
।
আমি: তুমি কেন এগুল করবে
।
মিম; কেন তোমার জন্য
।
আমি: তুমি তো কখন ওগুল কাজ করো নাই
।
মিম: তাতে কি
।
আমি: তোমার যদি কষ্ট হয়
।
মিম: আরে নারে পাগল আমি ওই গুল কাজ শিখে নিয়েছি
।
আমি: তারপরেও
।
মিম: তারপরেও কি। একটু কষ্ট হলে হবে। না হলে যে তোমাকে অনেক কষ্ট করতে হবে
।
আমি: আচ্ছা ঠিক আছে
।
মিম: বলো তো দেখি তোমার রান্না ঘর কোথায়
।
আমি: ওই যে ভিতরের টা
।
মিম: ওকে আমি নাস্তা বানাইতেছি তুমি ফ্রেশ হয়ে আসো
।
আমি: ওকে তুমি যাও আমি ফ্রেশ হইতেছি
।
তারপর মিম চলে গেলো আমি ব্রাশ করে গোসল করে রুম এ আসলাম
।
রুম এ এসে দেখি মিম টেবিল এর উপরে খাবার দিয়েছে। সেটা দেখে আমি মিম কে ডাক দিলাম
।
আমি: মিম এই মিম
।
মিম; কি
।
আমি: কোথায় তুমি
।
মিম: রান্না ঘরে কেন
।
আমি: আসো এখন আর রান্না করতে হবে না
।
মিম: দাড়াও একটু আমি আসতেছি
।
আমি: এই কি করো রান্না ঘরে
।
মিম: কই কিছু না বলো কেন ডাকলে
।
আমি: বসো এক সাথে নাস্তা করবো
।
মিম: না আমি করবো না তুমি করো
।
আমি: কেন করবা না
।
মিম: আমি নিজের হাতে খেতে পারব না
।
আমি: তাহলে
।
মিম: কেউ যদি খাওয়াই দেয় তাহলে খাব
।
আমি: আমি ও এই কথা
।
মিম: হুম
।
আমি: তা হা করো দেখি
।
মিম: হা
।
আমি: এই নাও
।
বলে যখনি আমি আমার হাত টা ওর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছি,, এমনি মিম আমার আংগুলো একটা কামড় বসিয়ে দিলো আর আমি বলে উঠলাম
।
আমি: অ্যাহ অ্যাহ ও মাগো আমার আংগুল গেল গো
।
মিম: এই এই কি হলো তোমার
।
আমি: কামড় বসিয়ে দিয়ে বলো যে কি হয়েছে তোমার
।
মিম: ও তাই বুঝি
।
আমি: হুম
।
মিম: খুব লেগেছে বুঝি
।
আমি; অনেক লেগেছে
।
মিম: তাহলে আসো তো দেখি একটু আদর করে দেই
।
আমি: যাও লাগবে না তোমার আদর
।
মিম: আরে আসো তো একটু আদর করে দেই
।
আমি: বললাম তো কার আদর আমার লাগবে না
।
মিম: আমার বাবু টা বুঝি রাগ করেছে
।
আমি: আমি কার বাবু টাবু না
।
মিম: ও তাই বুঝি
।
আমি: হুম
।
মিম: তাহলে তো আমাকেই কিছু করতে হয় বুঝি
।
আমি: কি করবা তুমি
।
মিম: দেখবা কি করবো
।
আমি: হুম দেখাও তাহলে
।
এই কথা টা শেষ নাই হতে মিম আমাকে খাবার টেবিল থেকে তুলে বিছানাতে এক
।
ধাক্কায় ফালাই দিলো। আমি দেখতেছি মিম ধিরে ধিরে আমার দিকে এগিয়ে আসতেছে
।
আমি: দেখ খবর দার আমার কাছে আসবা
।
মিম: আসলে কি করবা
।
আমি: জোরে চিল্লাবো
।
মিম: কেউ আসবে না তোমার চিল্লানিতে
।
আমি: দেখ প্লিজ আমার কাছে আসবা না
।
মিম বিছানার উপর উঠতে উঠতে আমাকে বললো
।
মিম: আচ্ছা তুমি এত আমাকে ভয় করো কেন
।
আমি: জানি না তো
।
মিম: কোথায় আমি একটা মেয়ে মানুষ ভয় পাব আমি আর সেটা ছাড়া ভয় পাইতেছো তুমি
।
আমি: দেখ আমাদের কিন্তু এখন ও বিয়ে টিয়ে কিছু হয়নি
।
মিম: তাতে কি
।
আমি: যা করার বিয়ের পর করি ও এখন কিছু করি ও না প্লিজ
।
মিম: একটু আদর করি
।
আমি: না একটু ও না আমার লজ্জা করে
।
মিম: আসো তাহলে তোমার লজ্জা টা ভেংগে দেই
।
আমি: না লাগবে না সেটাও বিয়ের পর
।
মিম: ধুর তোমাকে দিয়ে কিছুই হবে না
।
আমি: কেন
।
মিম: আমি আসছি কোথায় তুমি একটু রোমান্স করবা তা না তোমার নাকি লজ্জা করে
।
আমি: আচ্ছা আমার অফিস এর টাইম হয়ে গেছ আমি এখন যাই
।
মিম: ওকে যায় তারা তারি ফিরিও
।
আমি: একটু কাছে আসো তো
।
মিম: কেন
।
আমি: আরে আসো না
।
মিম: হুম আসলাম,, বলো এখন কি বলবা
।
যখনি মিম আমার কাছে আসলো তখনি আমি মিমের মাথাটা ধরে আমার কাছে এনে
।
ওর কপালে একটা ছোট করে চুমো একে দিলাম।
।
মিম আমার ঠোটের স্পর্শ পেয়ে ওর চোখ দুটো সাথে সাথে বন্ধ করে ফেললো
।
মিম আমাকে তার দু হাত দিয়ে পাগলের মতো জড়িয়ে ধরলো।
।
এমন ভাবে ধরছে যে আমি আর কোথাও যেতে না পারি। কিছুক্ষন এভাবে থাকার
।
একটু পর আমি মিমকে ডাক দিয়ে বললাম
।
আমি: হয়েছে ছাড়ো এখন
।
মিম: আর একটু থাকি না
।
আমি: না আমার দেরি হয়ে যাইতেছে
।
মিম: ওকে যাও তাহলে
।
আমি: ওকে বাই
।
বলেই আমি বাসা থেকে বের হয়ে আসলাম…………………………….
।
।
চলবে.. ……………………………..