মিম: আমি না তো……তো তোমা।
।
আমি: কি আমা….
।
মিম: তো তো তোমাকে
।
আমি: কি আমাকে
।
মিম: তোমাকে তো তো তোমাকে ভালোবাসি
।
আমি: কি বললা আবার বলো শুনতে পাই নাই
।
মিম: আমি তোমাকে ভালোবাসি।
।
আমি: হা হা হা হা হা হা হা
।
মিম: হাসতেছো কেন??
।
আমি: হাসার মত কথা বলছো তাই তো হাসতেছি
।
মিম: হাসার মত কি এমন কথা বললাম যে হাসতে হবে
।
আমি: এই যে ভালোবাসার কথা বললে
।
মিম: হুম বলছি তাতে কি হয়েছে, এজন্য কি হাসতে হবে নাকি?
।
আমি: আমি কাউকে ভালোবাসতে পারবো না?
।
মিম: কেন পারবা না?
।
আমি: কারন ভালোবাসতে যে মন লাগে, সেই মন আমার নাই।।।।
।
মিম: কেন নাই, কোথায় গেছে সেই মন?
।
আমি: দেখো, ওসব বলতে পারবো না আমি
।
মিম: না তোমাকে বলতেই হবে,, বলো কোথায় তোমার মন,, কোথায় গেছে??
।
আমি: দেখ মিম, আমাকে জোর করবা না
।
মিম: না তোমাকে বলতেই হবে
।
আমি: পারবো না বলতে যাও তো এখান থেকে
।
বলেই আমি ওখান থেকে উঠে গাড়িতে গিয়ে বসলাম
।
আমার পিছে পিছে মিম ও গিয়ে গাড়িতে বসলো। আমি গাড়ি ড্রাইভ করে
।
নেহাদের বাসা তে চলে আসলাম। মিম গাড়িতে যদি ও আমার সাথেই
।
সামনের ছিটে বসে ছিলো তবু ও আমার সাথে একটা কথাও বলে নাই।
।
বাসাতে এসে দেখি সবাই যেন কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে।
।
আমি মামিকে ডাক দিয়ে বললাম।
।
আমি: মামি কোথায় যাচ্ছে সবাই।
।
মামি: ও বাবা তোমরা দুজনে এসে গেছো! যাও গিয়ে রেডি হয়ে নাও
।
আমি: কোথায় যাবো আমরা
।
মামি: যাও তো বেশি কথা না বলে গিয়ে আগে রেডি হয়ে আসো এমনি তেই অনেক দেরি হয়ে গেছে
।
আমি মামির কথা শুনে রুমে গেলাম রেডি হওয়ার জন্য।
।
রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে রুম থেকে বের হতেই তো আমি পুরা হা হয়ে গেলাম
।
কেননা আমার গায়ের কাপড় এর সাথে মিমের গায়ের কাপড় এর রং
।
একে বারেই মিলে গেছে আর মিমকে কালো রংগের শাড়িতে কি যে
।
সুন্দর লাগছে সেটা বলে বোঝানো যাবেনা!! আমার এক দৃষ্টিতে হা করে তাকিয়ে থাকা দেখে পাশ থেকে নেহা বলে উঠলো
।
নেহা: কি ভাইয়া,, ওভাবে হা করে তাকিয়ে থাকেন না
।
আমি নেহার কথায় বাস্তব এ ফিরে বললাম
।
আমি: না মানে
।
নেহা: আরে কিসের না মানে না মানে করতেছেন
।
আমি: ও কিছু না চলো এখন যাই।
।
নেহা: আরে ভাইয়া দাড়ান তো আগে দেখি ব্যাপার টা কি
।
আমি: কিসের ব্যাপার
।
নেহা: এই যে মিম আপু ও কালো ড্রেস আপনি ও কালো ড্রেস
।
আমি: এখানে কোন ব্যাপার ট্যাপার নাই চলো তো এখন
।
নেহা: না কিছু তো একটা আছে এখানে
।
আমি:: আরে আমার কালো রং পছন্দ তাই আমি কালো ড্রেস পড়ছি। ওর ও হয়তো বা কালো রং পছন্দ তাই ও পড়ছে
।
নেহা: Something Something নাকি ভাইয়া
।
আমি: আরে না চলো তো এখন।
।
বলেই আমি নেহার সাথে ওর গাড়িতে এসে বসলাম কিছুক্ষন পড়ে মামি এসে বললো।
।
মামি: মাসুম!
।
আমি: কি মামি
।
মামি: তুমি মিমের গাড়ি টাতে যাও তো
।
আমি: মামি ওর তো ড্রাইভার আছে, তাহলে আমাকে কেন লাগে
।
মামি: আমি এই খানে বসি তুমি একটু মিমের সাথে আসো নেহার সাথে আমার কিছু কথা আছে
।
আমি: ওকে মামি।
।
বলেই আমি মিমের গাড়ির কাছে চলে আসলাম।
।
এসে দেখি মিম গাড়ির ভিতড়েই বসে আছে,, সেটা দেখে আমি নক করলাম মিম দরজা টা খুলে দিলো
।
আমি চুপ চুপ ভিতরে গিয়ে বসলাম। গাড়িতে শুধু মিম আর আমি আর কেউ নাই। সামনের সিট এ ড্রাইভার
।
কিছুক্ষন পরেই গাড়ি ছেড়ে দিলো আমি জানি না কোথায় যাচ্ছে সবাই
।
১ ঘন্টা এর মত যাওয়ার পর কেন যেন মনে হচ্ছে আমার খুব ঘুম পাচ্ছে
।
তাই আমি একটু মিমের থেকে দুরে সরে এসে মাথা টা সিট এ হেলান দিয়ে
।
ঘুমিয়ে পড়লাম। জানি না কখন আমার ঘুম ধরছে হঠাৎ করে জাগনা
।
পেয়ে দেখি আমার মাথা টা মিম এর কোলে আর মিম আমার মাথায় কত সুন্দর করে
।
হাত বুলিয়ে দিতেছে ওর মুখের দিকে দেখে আমার কেন যেন খুব মায়া হলো তার পরে ও আমি নিজে কে সামলিয়ে নিয়ে বললাম
।
আমি: আসলে স্যরি আমি ঘুমের মধ্যে বুঝতে পারি নাই
।
মিম: নিশ্চুপ( কেমন যেন করুন চোখে আমার দিকে তাকালো)
।
আমি: কোথায় যাইতেছি আমরা জানতে পারি মিস মিম
।
আমার মনে ও কেমন যেন একটা পরিবর্তন হয়ে গেলো মিম এর দিকে তাকিয়ে থেকে
।
মিম আমার দিকে তাকিয়ে একটু হাসি হাসি মুখে বললো
।
মিম: আম্মুর বান্ধুবির বাড়িতে যাইতেছি
।
আমি: কেন
।
মিম: ওনার মেয়ের বিয়ে তো তাই।
।
আমি: ও তা আর কত দুর যেতে হবে
।
মিম: বেশি দুর না অল্প একটু
।
এভাবে মিম এর সাথে গল্প করতে করতে আমরা ওখানে এসে পৌছে গেলাম
।
মিম আমার হাত টা ধরে গাড়ি থেকে নেমে পড়লো।
।
আমার হাতটা ধরাতে আমি ও কেন যেন বাধা দিলাম না।
।
কেন যেন ওর মায়ায় ধিরে ধিরে আমি পড়ে যাইতেছি।
।
ও আমার হাত টা ধরা অবস্থায় বাড়ির ভিতরে ডুকলো। আর এ দিকে
নেহা আমাদের এই অবস্থা দেখে তো হাসতে হাসতে শেষ। মিম আমাকে একটা রুমের মধ্যে রেখে।
।
নেহাকে আমার সাথে গল্প করতে বলে কোথায় যেন চলে গেলো
।
নেহা সেই সুজুক এ ওর সাইট ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ বের করে
।
সেখান থেকে একটা মেমোরি বের করে ওর মোবাইল ফোন এ লাগিয়ে
।
কি যেন দেখতেছে আর মুচুর মুচুর হাসতেছে। আমি ওর এ অবস্থা দেখে বললাম
।
আমি: আচ্ছা কি হয়েছে হাসতেছো কেন
।
নেহা: ভালোই তো আদর খাইলা আজকে
।
আমি: মানে কিসে আদর
।
নেহা: মিম আপুর আদর
।
আমি: মাথা তোমার ঠিক আছে না গেছে
।
নেহা: ঠিক আছে সারা রাস্তায় ওর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আসছো এর এখন আমার কাছে আদরাইতেছো
।
আমি: তুমি কি ভাবে জানলো
।
নেহা: আমি চুপ করে গাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিয়েছিলাম
।
আমি: খুব ভালো করছো। আমি নিজের ইচ্ছায় কিছুই করি নাই। ঘুমের মধ্যে কখন যে ওর কোলে পড়ে গেছি আমি নিজে ও জানি না
।
নেহা: হয়ে ছে আর ডপ মারতে হবে তলে তলে তো মজা নিতেছো আমাকে বললে কি এমন টা হবে
।
আমি: আরে সত্যি বলতেছি বিশ্বাস করো মি..
।
কথাটা শেষ না হতেই মিম এসে বললো
।
মিম: কি হয়েছে মাসুম?
।
আমি: কই কিছু না তো
।
নেহা: আপু হয়েছে তো অনেক কিছু
।
মিম: কি হয়েছে
।
নেহা: তলে তলে যে দুজনে এত দুর এগিয়েছো,, কই আমাকে তো কোন ট্রিট ও দিলে না
।
মিম: কি জন্য ট্রিট দিবো
।
নেহা: তোমার আর মাসুম ভাইয়ার রিলেশন শুরু হওয়ার
।
মিম: আমাদের আবার রিলেশন কখন হলো
।
নেহা: যানো নাতো কখন
।
মিম: না তো
।
নেহা: তাহলে সারা রাস্তায় এত আদর কেন করলা ওকে
।
মিম: কি ভাবে আদর করলাম রে।
।
নেহা মিম কে ভিডিও টা দেখালো আর মিম সেটা দেখে তো লজ্জায় ওর মুখ টা একে বেরে লাল হয়ে গেলো
কিছুক্ষন পরে রুমের বাহির থেকে কে যেনো ডাক দিলো। আমি এসে দরজা টা খুলে.
(চলবে)