বোনের বান্ধবী যখন রোমান্টিক বউ পর্ব_০১

আপু : ঐ রিফাত উঠ আর কতো ঘুমাবি

আমি : হুম ( ঘুমিয়ে আছি )

আপু : এই উঠ না আমার দেরি হয়ে যাচ্ছে

আমি : কি হয়েছে আপু । একটু ঘুমাতে দেও না ( উঠতে উঠতে বললাম )

আপু : আমার আজকে ক্লাস আছে । তাড়াতাড়ি উঠ আর যদি আমার দেরি হয় তাহলে কিন্তু ।

আমি : থাক থাক , সকাল সকাল উনার নামটা বলে । আমার দিনটা খারাপ করার দরকার নেই । তুমি নিচে যাও আমি এক্ষুনি যাচ্ছি ।

আপু : হুম তাড়াতাড়ি আয় বলে

আপু চলে গেল আর আমি বাথরুমে গেলাম ফ্রেশ হতে ।
ফ্রেশ হতে হতে আপনাদের সাথে পরিচয় হয়ে নেওয়া যাক

★ [ আমি রিফাত আপনাদের নতুন লেখক । আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ( বাস্তবে আমি অনেক ছোট ) । যে আমাকে ডেকে গেল সে হলো আমার বড় আপু । সে আমাকে খুব ভালোবাসে , আমি ও আপুকে ভালোবাসি । সে অনার্স ফাইনাল এ পড়ে । আমারা দুজনেই একই ভার্সিটিতে পড়ি । বাকি পরিচয় গল্পের মাঝে পেয়ে যাবেন । ]

আমি ফ্রেশ হয়ে , রেডি হয়ে নিচে গেলাম

আমি : আম্মু তাড়াতাড়ি করে খেতে দেও

আম্মু : তুই বস আমি দিচ্ছি

আম্মু খেতে দিলো । আমি তাড়াহুড়ো করে খেতে লাগলাম

আম্মু : আরে আস্তে আস্তে খা

আমি : সময় নেই

খাওয়া শেষে করে আপুকে নিয়ে ভার্সিটিতে গেলাম

ঢুকতেই দেখি মিম আপু দাড়িয়ে আছে

মিম আপু : ঐ কতোক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর রিয়া মেডাম এর কেবল আসার সময় হলো । ( মিম হলো আমার আপু বান্ধবী । রিয়া আমার আপুর নাম )

আমি : ( কোন রকম বেঁচে গেলে হয় , মনে মনে )

মিম আপু : ঐ তুই আজকেও দেরি করে উঠেছিস ( আমাকে )

আমি : না মানে হ্যাঁ , না

মিম আপু : কি হ্যাঁ , না করিস

আপু : ঐ তুই চলে তো ক্লাসে যেতে দেরি হয়ে যাবে ( মিম আপুকে )

মিম আপু : তোরে আমি পরে দেখে নিব । ( বলে চলে গেল )

আপু ওরা ক্লাসে চলে গেল আর আমি মটরসাইকেল পার্ক করে বন্ধুদের যেখানে প্রতি দিন আড্ডা দেয় ওখানে চলে এলাম । এখন কোন বন্ধু ও আসে নাই । আমি গিয়ে বসে পড়লাম ততক্ষণে আমি আপনাদের মিম আপু সম্পর্কে একটু বলি

( মিম আপু খুব রাগী ‌, এক কথায় গুন্ডি । আমি মিম আপুকে মনে মনে খুব ভালোবাসি । সাহস করে বলতে পারি না , সে আমার সিনিয়র , আর যে গুন্ডি । কিভাবে মনের কথা বলবো ভাই । আচ্ছা একটা ঘটনা বলি শুনুন ।

আমি তখন নতুন , ভার্সিটিতে ভর্তি হওয়ার কিছুদিন পর

একটা বড় ভাই মিম আপুকে প্রপোজ করেছিল । কি বলবো ভাই এমন মার মেরেছে , তিনদিন হাসপাতালে ভর্তি ছিল । আর এর পর থেকে আমি মিম আপুকে ভয় পাই ) চলুন গল্পে ফিরি

রাকিব চলে এলো আপনাদের সাথে কথা বলতে বলতে । রাকিব আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড ।

রাকিব : কিরে কখন এলি

আমি : কেবল , কেমন আছিস

রাকিব : ভালো আছি , তুই কেমন আছিস

আমি : আমি ও ভালো আছি

রাকিব : আজকে যে তাড়াতাড়ি করে এসেছিস

আমি : আপুর ক্লাস আছে তাই ।

রাকিব : ও ভালো ।

রাকিবের সাথে কথা বলতে বলতে রাফি চলে এলো
রাফি , রাকিব আর আমি ছোট বেলার বন্ধু ।

কিছুক্ষণ আড্ডা দিতেই ক্লাসের সময় হয়ে গেল
তারপর ক্লাসে চলে গেলাম ।

তিনটা ক্লাস করে বাহিরে এসে আপু আর মিম আপু বসে আছে
আমি রাফি আর রাকিবের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম
রাফি আর রাকিব চলে গেল , আমিও আপুর কাছে গেলাম

আমি : আপু বাসায় যাবে না

মিম আপু : ঐ তো যাবে তার আগে তোর হিসাব টা করে নেই ।

আমি : কি কি কিসের হিসাব ( তুতলিয়ে )

মিম আপু : কিসের হিসাব তাই না। তা তুত লা ছিস কেন

আমি : কই তুতলাচ্ছি ( ভয় পেয়ে )

আপু : ঐ মিম আমার ভাইটাকে ভয় দেখাচ্ছিস কেন
তুই থাক আমি গেলাম

মিম আপু : আচ্ছা যা ফোনে কথা হবে

আমি আপুকে নিয়ে তাড়াতাড়ি করে কেটে পড়লাম , কখন কি করে আল্লাহ জানে ,

আমি : আচ্ছা তুমি মিম আপুর সাথে থাকো কেন

আপু : কেন কি হয়েছে

আমি : কি হয়েছে মানে , গুন্ডি মেয়ে একটা , যখন তখন ভয় দেখায়

আপু : আরে ও তো তোর সাথে মজা করে ( হাসতে হাসতে )

আমি : মজা মাই ফুট

কথা বলতে বলতে বাসায় আসলাম
আপু তার রুমে চলে গেল আর আমি আমার রুমে
রুমে এসে গোসল করে নিলাম তারপর কিছুক্ষণ পর নিচে গেলাম

আমি : আম্মুউউউউউ

আম্মু : কি হয়েছে গরুর মতো চেঁচাছিস কেন ( রান্না ঘর থেকে )

আমি : কিইইইই আমি গরুর মতো চেঁচায় ।

আম্মু : আচ্ছা কি হয়েছে সেটা বল ( রান্না ঘর থেকে বেরিয়ে )

আমি : খিদে লেগেছে খেতে দেও

আম্মু : আচ্ছা তোর আপুকে নিয়ে টেবিলে বসো আমি দিচ্ছি

আমি : আচ্ছা

তারপর আপুকে ডাক দিলাম , তারপর একসাথে খেয়ে নিলাম
খাওয়া শেষে করে রুমে এসে লম্বা ঘুম দিলাম

বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম
দেখি আব্বু চলে এসেছে

আমি : আব্বু কখন আসলে

আব্বু : এই তো কিছুক্ষণ আগে

( আব্বু নিজের অফিস দেখে । আর আম্মু হাউজ ওয়াইফ । আব্বু আম্মু আমি আর আপুকে নিয়ে আমাদের ছোট পরিবার )

তাদের সাথে আড্ডা দিলাম । অনেক দিন থেকেই জমিয়ে আড্ডা দেওয়া হয়নি ।
রাতে খাওয়া দাওয়ার পর রুমে এসে শুয়ে পড়লাম

সকালে আপুর ডাকে ঘুম ভেঙ্গে গেল

তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম
নিচে গিয়ে নাস্তা করে রুমে এসে রেডি হয়ে নিলাম

আমি : আপু তোমার হলো

আপু : হুম হয়েছে চল ( আসতে আসতে )

তারপর ভার্সিটিতে চলে এলাম
আপুকে নামিয়ে দিয়ে আমি মটরসাইকেল পার্ক করে এসে
হাতের ঘড়ি দিকে তাকিয়ে হাঁটতে ছিলাম তখন কিছুটার সাথে
ধাক্কা খাইলাম । চোখ তুলে দেখি

More From Author

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *