মরেছে রে। শালা আম্মু আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে।
এবার ফোনটা চেপে ধরে আস্তে আস্তে করে…..
আম্মু- ওগো শুনছো দেখেছো আমার ছেলেটাকে কেমন আমার দেওয়া ডাক নামটা ধরে ডাকছে। আর নাঈম তুই এমন মেয়ে পছন্দ করলি শেষে কিনা তোতলা।
আমার সাথে সাথে গলায় খাবার আটকে গেলো।
আমি- জ্বি জ্বি জ্বি না না না আম্মু।
এবার ফোনটা আমার মুখের কাছে এনে….
আম্মু- কথা বল।
এখনো লাউন্ডে আছে কলটা।
আমি এবার ঢোক গিলে…..
আমি- এই তো বসে আছি, তুমি?
রিদি:- তোমার কথা ভাবছিলাম তো।
__এটা শুনতেই আম্মু আব্বুর দিকে তাকিয়ে কি যেন ঘাড় নেড়ে ইশারা করলো।
আমি- ওহ আচ্ছা।
রিদি:- বাবু একটা দাও না।
__ভাইরে আমি যাও মুখ দেখাতে পারছিলাম আব্বু আম্মুর সামনে তাও আর দেখাতে পারবো না।
আমি এবার আমতাআমতা করে…..
আমি- হ্যাঁ হ্যাঁ দিবো তো, ওই যে ওই ফাইলটা। কাল নিয়ে নিও ওকে।
রিদি এবার রেগে…….
রিদি:- ফাইল নয়, চুম্মা দাও না আমার বাবুতা, খুব ইচ্ছা করছে প্লিজ।
__সাথে সাথে আম্মু ফোনটা আমার পাশে নামিয়ে মুখে কাপড় দিয়ে রুমে চলে গেলো, আর আব্বু এঁতো হাতেই কিচেনের বেসিনের দিকে দৌড়ালো,,,,,,,,,,,
_আমি শালা কি করবো ভেবে পাচ্ছিনা, শালা আমার সব ইজ্জত মাটিতে মিশে গেলো রে
আমিও আর কি করবো খাবারটা খেয়ে হাত ধুয়ে রুমে গেলাম।
রুমে গিয়ে…..
আমি- ওই তুমি ভালো করে কথা বলতে পারো না।
রিদি:- কেন?
আমি যখন তুমি ওই নিব্বিদের মতো কথা বলছিলে তখন আম্মুর হাতে ফোন ছিলো লাউন্ডে দেওয়া।
সাথে সাথে রিদি হেসে……
রিদি:- ইশ, শেষে শাশুড়ির সামনেই কিস চেয়ে ফেললাম।
আমি- জ্বি, জানো তখন আমি কতোটা লজ্জা পেয়েছি।
রিদি:- ওরে আমার লাল টুকটুকি বরটা রে এতো লজ্জা পেলে বাসররাতে কি করবে শুনি?
আমি- লুডো খেলবো তো।
রিদি:- ও মা তাই।
আমি- জ্বি এমন খেলা খেলবো না দেখে নিও,,,,,,,,
রিদি:- উম ফাজিল একটা শুধু ফাজলামো তাই না।
আমি- হিহিহি, এই শোনো না…..
রিদি:- কি বলো?
আমি- বলছি যে কি করছো?
রিদি:- এই তো শুয়ে আছি।
আমি- বুকের বামপাশে হাত দাও আর একটা নিশ্বাস নাও…..
রিদি:- কেন?
আমি- আরে নাও তো।
এবার ও হাত দিয়ে….
রিদি:- জ্বি করলাম, কি হবে শুনি?
আমি- আমার বুকটা শান্তি পেলো।
রিদি:- তাই।
আমি- জ্বি, আচ্ছা তোমার মনের সেয়ারিট খোলো তো একবার, আমার মনের ফিলিংস গুলো তোমারটাই ট্রান্সফার করবো।
রিদি:- হাহাহা তোমার স্টোরেজ ফুল নাকি।
আমি- জ্বি তোমায় আমি এতোটাই ভালোবাসি যে সবসময় স্টোরেজ ফুলই থাকে।
রিদি:- হিহিহি। তাই নাকি পিচ্চি পণ্ডিত।
আমি:- জ্বি পিচ্চি ম্যাম।
(পাঠক-পাঠকীরা আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, এই গ্রুপে শুধু আমার নতুন কোনো গল্প এর লিংক বের হলে, ওই গ্রুপে লিংক দেওয়া হবে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ছেলেদের জন্য একটা গ্রুপ আর মেয়েদের জন্য আর একটা গ্রুপ, আমাদের মেয়েদের গ্রুপে কিছু একটিভ মেম্বার দরকার সো জারা জারা এই গ্রুপে এড হতে চান তারা আমাকে ইনবক্সে নক করুন অথবা কমেন্ট করুন, গ্রুপ নাম: NR Story)
আমি- আর শোনো কাল থেকে বোরখা পড়বা….
রিদি:- কেন?
আমি- আমি চাই না আমার বৌটার মায়াবী রূপের সৌন্দর্যটা বাইরের মানুষ দেখুক,,,,,,
রিদি:- হিহিহিহি তাই।
আমি:- এই তোমার হাসিটা কখনো মুখ থেকে যেন না যায়, আমার হাসির কারন তোমার ওই হাসি ভরা মায়াবী মুখটা।
রিদি:- হিহিহিহি, উফ আল্লাহ চুপ করো পেট ফেটে যাবে এবার হাসতে হাসতে। পেটে খুব লাগছে আর হাসতে পারছিনা।
আমি- পেটে লাগছে মানে, আমি তো কিছু করিনি তারমানে পেটে লাগছে কেন কেন কেন?
রিদি:- হিহিহি ফাজিল একটা, দুষ্টু।
আমি- হিহিহি, বলছি শোনো না আজ একটু দুষ্টামি করতে দিবা তোমার সাথে,,,,,,
রিদি:- উহু যা দুষ্টামি করবা বিয়ের পর।
আমি- বাবু একটু করবো
রিদি:- আচ্ছা কি করবা শুনি?
আমি:- তোমায় স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবো,,,,,,
রিদি:- সেটা কোথায়?
আমি- যেখানে আমি খালি শরীরে আর তু….
রিদি:- চুপপপ, তোমার পাঠক ভাইয়ারা শুনে ফেলবে তো
আমি- ওদেরও কম ভেবো না, সবার একটা করে সেটিং আছে কিন্তু মুখ ফুটে বলতে চাই না,,,,,,
রিদি:- ওমা তাই, ভারী মিথ্যাবাদী তো ওরা, আমার বাবুটা কত ভালো আম্মু আব্বুকেও পর্যন্ত জানিয়ে ফেলেছে। এবার আমায় জানাতে হবে আমার আব্বুকে।
আমি- দেখতে হবে তো কে এটা? এটা নাঈম (একটু ভাব নিয়ে)
রিদি:- এতো নিজের প্রশংসা করছো কেন? আমাকে তো পটিয়েছো ফ্লাট করে করে
আমি- হিহিহিহি পুকুরে কি শুধু টোপ আর ছিপ নিয়ে বসে থাকলে হয় তারসাথে একটু আধতু চারাও ছড়াতে হয় যাতে যে মাতাল হয়ে পড়ে চারার স্মেলে,,,,,,
রিদি এবার হোহো করে হাসছে আর বলছে……
রিদি:- তুমি এতো কথা কোথায় শিখেছো শুনি?
আমি- কোথায় শিখিনি তবে তোমার সাথে কথা বললেই সব বের হয়ে যায় নিমেষে।
রিদি:- তাই নাকি।
আমি- জানো তোমার চোখগুলোর অনেক মূল্য আমার কাছে,,,,,,,
রিদি:- কেন?
আমি- তোমার চোখে চোখ রাখলে যে আমার সব কষ্ট দূর হয়ে যায়,,,,,
রিদি:- তাই।
আমি- তোমার হাসিটা তারথেকে বেশি প্রিয় আর তার থেকে বেশি প্রিয় তোমার ওই গালের দুটো ডিম্পেল যতোই দেখি ততই ক্রাশ খাই বারবার,,,,,
রিদি:- ওমা তাই।
আঊ- জ্বি।
___কথা বলতে বলতে আমি কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে আমায় ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি আমি রিদির কোলে আর ও আমার দিকে ঝুকে আছে।
রিদি:- গুড মর্নিং।
আমি- হুহ গুড মরনিং।
আমি এবার ওকে জড়িয়ে ধরলাম।
লেখার মধ্যে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,,,,,,,
————–চলবে না দৌড়াবে————–