অফিসের বস যখন রোমান্টিক বউ পর্ব-২০


সকালে আমায় ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি আমি রিদির কোলে আর ও আমার দিকে ঝুকে আছে।
রিদি:- গুড মর্নিং।
আমি- হুহ গুড মরনিং।
আমি এবার ওকে জড়িয়ে ধরলাম।
রিদি:- উঠো জলদি।
আমি:- হুহুহু এখন নয় একটা পাপ্পি দাও তারপর।
রিদি:- উম নাহ এখন নয়।
আমি:- দাও না। প্লিজ।
রিদি:- নাহ,,,,,,,,

___আমি এবার আস্তে আস্তে ফারিয়ার ঠোঁটের দিকে আমার ঠোঁট এগোতে লাগলাম।
হঠাৎ আমি ফিল করতে পারি কে যেন আমায় থাপ্পড় মারলো আমি এবার চোখ খুলতেই মাইরালা, দেখি ওমা এতো আব্বু,,,,,,,

আব্বু চিৎকার করে…..
আব্বু- নাঈমের আম্মু তোমার ছেলে তো পুরাই গোল্লায় গেছে, ছি ছি ছি ছি।

আম্মু ওই রুম থেকে……
আম্মু- কি হলো আবার সাত সকাল,,,,

__এটা বলেই আম্মু আমার রুমে এলো।
আমি লজ্জায় কম্বলের ভেতরে আবার ঢুকে পড়েছি। ইশ শালা লজ্জার মাথা কি আমি খেয়ে ফেলেছি নাকি যাতা হচ্ছে
আম্মু- কি হয়েছে রে অভ্র?
আব্বু- কি আবার হবে তোমার ছেলে লজ্জার মাথা খেয়ে ফেলেছে, ছি ছি ছি।
আম্মু: আহ কি হয়েছে সেটা বলো?
আব্বু- তোমার ছেলে মানে?
আম্মু- কি মানে?
আব্বু- আমি বলতে পারছিনা তোমার সুপুত্রকেই জিজ্ঞাসা করে নাও।

এবার আম্মু কম্বল তুলে…..
আম্মু- কি হয়েছে রে নাঈম?
আমি কম্বল আবার মুখে ঢেকে…..
আমি- কি আবার হবে কিছুই না, জানো তোমার বরটা আমার পিছনে লেগে থাকে সারাক্ষন,,,,,,,

__ব্যাস আম্মু এবার লেগে গেলো আব্বুর সাথে, শালা আজ যুদ্ধ হবেই
আম্মু চিৎকার করে……
আম্মু- তোমাকে বললাম যে ছেলেটাকে তুলে দিয়ে চলে আসবা। আর তুমি এখানেও পিছনে লাগছো আমার ছেলেটার,,,,,,,,,

_আমি কম্বল খুলে আব্বুর দিকে তাকিয়ে আছি।
আহা বেচারা কি অসহায়, শালা আম্মু পুরাই উরাধুরা দিচ্ছে। নাহ আব্বুকে দেখে আর আমার সহ্য হচ্ছে না।
আমি এবার উঠে…..
আমি- আম্মু চলো চলো নাস্তা দিতে চলো।
আম্মু এবার আমার মাথায় হাত বুলিয়ে……
আম্মু- যা বাবু আগে ফ্রেশ হয়ে নে, তোর জন্য দিম সেদ্ধ করতে দিয়ে এসেছি।
এবার আব্বু রেগে……
আব্বু- আমাকে তো ভুলেই গেছো, খাওয়াও তোমার রাজপুত্রকে।
আম্মু- এই দেখো বেশি বকো না,,,,,,,,
(পাঠক-পাঠকীরা আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, এই গ্রুপে শুধু আমার নতুন কোনো গল্প এর লিংক বের হলে, ওই গ্রুপে লিংক দেওয়া হবে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ছেলেদের জন্য একটা গ্রুপ আর মেয়েদের জন্য আর একটা গ্রুপ, আমাদের মেয়েদের গ্রুপে কিছু একটিভ মেম্বার দরকার সো জারা জারা এই গ্রুপে এড হতে চান তারা আমাকে ইনবক্সে নক করুন অথবা কমেন্ট করুন, গ্রুপ নাম: NR Story)
আব্বু এবার রেগে এবার বেরিয়ে গেলো।

__আমি ফ্রেশ হয়ে রুমের বাইরে বেরিয়ে খাবারের টেবিলে বসে আছি আর টেবিলে তবলা বাজাচ্ছি আর বেসুর গলায় গান গাচ্ছি।
এমন সময় আব্বু এসে আমার পাশে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে আস্তে আস্তে করে…..
আব্বু- ভেঙে গেলে কি তোর বাপ আবার কিনে নিয়ে আসবে নাকি

হিহিহি আব্বু জোরে বলতে পারছে না কারন আম্মুর ঝাড় তো আছেই।
আমি- জ্বি আব্বুই তো আনবে তাই না, আর তুমি আব্বু সো তোমাকেই নিয়ে আসতে হবে।

আব্বু এবার রাগী মুড নিয়ে হাসি মুখে…….
আব্বু- বাবা আর কতোদিন এভাবে জ্বালাবে, দোওয়া করি তোমার সন্তানটাও যেন তোমার মতো হই, তখন বুঝবে কতোটা জ্বলে।

আমি আব্বুর দিকে তাকিয়ে হাসিমুখে…..
আমি- জ্বি আব্বু, আমার ছেলেটাকেও তো তোমায় মানুষ করতে হবে তাই।

ভাইরে আব্বু পুরাই রেগে আগুন হয়ে গেছে।
আব্বু- ভালো হচ্ছে না কিন্তু বলছি নাঈম,,,,,
আমি- আচ্ছা আব্বু ভালো না হলেও খারাপ তো হচ্ছে।

আব্বু আর কোনো কথা না বলে টেবিলের সামনে গিয়ে বসলো।
এবার আমার আম্মু খাবার নিয়ে এলো।
খাবার দিচ্ছে আমায় এখন আর আব্বু রেগে…..
আব্বু- গেলাও ভালো করে আর দিনদিন আরো বেশি করে গাধা তৈরি করো।
আম্মু এবার চোখ রাঙাতেই আব্বু থতমত খেয়ে…..
আব্বু- বলছি নাঈমের আম্মু শুরু করার আগে একটু পানী দাও।
আম্মু হাতে পানী দিলো।
আবারো….
আব্বু- শুরু করার আগে একটু খাবার খেতে দাও।
(পাঠক ভাই বোনেরা আপনারা আমার গল্প করেন ভালো কথা কিন্তু গল্পের পোষ্টের মধ্যে লাইক কমেন্ট করেন না আপনারা যদি আমার পোষ্টের মধ্যে লাইক কমেন্ট করেন তাহলে আপনাদের মাঝে আমি উৎসাহ পায় আর এই পর্বের মধ্যে যদি 300+ লাইক কমেন্ট না আসে তাহলে আমি পরের পর্বটা আপলোড করবো না)
আবারো আব্বু….
আব্বু- শুরু করার আগে একটু নিজেকে শান্ত করো ।
আম্মু আব্বুর কথা বুঝতে না পেরে রেগে…….
আম্মু- দূর বাবা কি শুরু করবে তুমি?
আব্বু- এই যে তোমার রাগ দেখানো।
আম্মু এবার হাসতে হাসতে…..
আম্মু- তুমিও না সারাক্ষন রাগাও আমায়।
আমি ওদের মাঝে হাল্কা হেসে…..
আমি- আম্মু যদি তোমাদের প্রেম করা শেষ হয় তাহলে আমায় একটু জুস দেবে।

আম্মু আব্বু দুজনেই হেসেহেসে…..
আম্মু আব্বু: বড্ড ফাজিল হয়েছিস তাই না।

__অফিসে যাবো তাই রেডি হচ্ছি। এবার আমি বাসার বাইরে বের হতেই দেখি রিদি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে।
আমাকে দেখতেই…..
রিদি- আমি এখানে?
আমি এবার ওর সামনে গেলাম।
আমি হাসতে হাসতে….
আমি- কি ব্যাপার আমার বাসার সামনে আজ চাঁদ এসেছে তাহলে তো আমার বাসায় আজ পূর্নিমা।
রিদি মুচকি হেসে…
রিদি: তাই
আমি: হুম তাই, তা কতক্ষন ওয়েট করছো শুনি?
রিদি:- বেশি না এই একটু আগে এলাম।
আমি- ওহ আচ্ছা তাই বলি এই কিছুক্ষন আগে আমার বুকের বামপাশটাতে এতো টান টান লাগছিলো কেন? তুমিই তাহলে বাসার সামনে থেকে টান দিচ্ছিলে।

ও মুখে হাত রেখে….
রিদি: তাই। গাড়িতে উঠো….
আমি- কেন? আমি বাইকে চলে যাবো।
রিদি:- আজ একটু বাইরে যাবো।
আমি- বাট অফিস…
রিদি: উফ অফিস আর যাওয়া লাগবে না, তুমি এখন আমার হবু বর সো আমি যা বলবো তাই হবে।
আমি- তাই নাকি, তাহলে একবার লুডো খেলতে বলো না,,,,,,,

ফারিয়া এবার আমার দুটো গাল টেনে…..

লেখার মধ্যে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,,,,,,,

————–চলবে না দৌড়াবে————–

More From Author

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *