আমি সকাল বেলা ঘুম থেকে উঠে ব্রাশ টা নিয়ে হাটতে হাটতে ছাদে চলে গেলাম
।
ছাদে গিয়ে আমি সামনে তাকাতেই তো অবাক কারন আমার সামনে মিম দাড়িয়ে আছে
।
মিমকে দাড়িয়ে থাকা দেখে আমি ছাদ থেকে চলে আসতে লাগলাম।
।
তখনেই পিছন থেকে মিমি আমাকে ডাক দিলো
।
মিম: মাসুম!
।
আমি: নিশ্চুপ
।
মিম: এই মাসুম, মাসুম, এই শুনে যাও না
।
আমি: জি বলো
।
মিম: স্যরি
।
আমি: কেন স্যরি
।
মিম: তোমার সাথে খারাপ ব্যাবহার করার জন্য
।
আমি:কখন আবার তুমি খারাপ ব্যবহার করলা
।
মিম: আগে যে গুলো করছি তার জন্য স্যরি
।
আমি: আমি গরিব, তাই কারো কথায়, আমি মন খারাপ করিনা
।
মিম: প্লিজ আমাকে আর লজ্জা দিয়ো না
।
আমি: আরে না, গরিবরা কাউকে কখনো লজ্জা দেয় না
।
মিম: কে বলছে তুমি গরিব?
।
আমি: আমি নিজেই বলি, আমি গরিব?
।
মিম: তুমি তো গরিব না!
।
আমি: কে বললো,, আমি গরিব না?
।
মিম: আমি জানি তুমি গরিব না!!
।
আমি: কেমনে বুঝলা,, যে আমি গরিব না
।
মিম: কারন আমাদের যা কিছু আছে, ওই সব কিছুর মালিক তুমি নিজেই তাই!!
।
আমি: হা হা হা হা
।
মিম: হাসো কেন?
।
আমি: হাসার মত কথা বলছো,, তাই তো হাসি পাইছে,,
।
মিম: কি এমন খারাপ বললাম যে হাসতে হবে??
।
আমি: এই এত টাকা পয়সার কথা বললা তাই শুনেই তো হাসি পাইলো
।
মিম: আমি তো সত্যি কথা টাই বলছি
।
আমি: আরে অনেক টাকা পয়সা থাকলেই বড়লোক হওয়া যায় না!!
।
মিম: তাহলে
।
আমি: যাদের পরিবারে মা বাবা ভাই বোন সবাই আছে,, তারাই তো আসল বড়লোক
।
কেননা একটা পরিবারে যখনেই সবাই থাকবে,, তখনি পরিবার টা টাকা পয়সা ছাড়া ও অনেক সুখে থাকবে।
।
যাইহোক কখন আসছো এখানে। আর মামি ও আসছে নাকি
।
মিম: আমি কালকে রাতে আসছি। আর আম্মু আসে নাই, আমি একাই আসছি
।
আমি: আচ্ছা ঠিক আছে থাকো, আমাকে একটু বেরোতে হবে, আমি এখন যাই!!
।
মিম: কই যাবা তুমি??
।
আমি: যাবা একটা যায়গায়!!
।
মিম: বলা যাবে না। যে কোথায় যাবে??
।
আমি: একটু পদ্মা নদীর ব্রীজে যাবো!!
।
মিম: কেন যাবে ওখানে?
।
আমি: মনটা ভালো নাই। আর আমি মন খারাপ থাকলে ওখানেই যাই তাই!!!
।
মিম: আমাকে নিয়ে যাবে,, আমি ও যাবো!!
।
আমি: তুমি কেন যাবে ওখানে???
।
মিম: না মানে এমনি তোমার সাথে যাইতাম?
।
আমি: আচ্ছা,,, ঠিক আছে,,,রেডি হয়ে নাও??
।
মিম: ওকে তুমিও,,,, যাও রেডি হও।
।
বলেই মিম ছাদ থেকে নেমে গেলো। আমি ও ওর পিছনে পিছনে নামলাম
।
নেমে আমি ফ্রেশ হয়ে সবাই মিলে এক সাথে নাস্তা করে আমি নেহা কে বললাম
।
আমি: নেহা আমি একটু নদীর ধার থেকে ঘুড়ে আসতেছি
।
নেহা: ওকে যাও।
।
আমি: আমার সাথে মিম যাইতে চাইতেছে
।
নেহা: তাহলে তো ভালোই হলো ওকে সাথে নিয়ে যাও
।
আমি: ওকে তাহলে আমরা আসি
।
নেহা: ওকে
।
তারপর আমরা বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা ব্রিজে চলে আসলাম
।
আসার পর মিম আর আমি নেমে ব্রিজে হাটতে লাগলাম পাশাপাশি।
।
কিছুদুর যাওয়ার পর আমরা দুজনে একটা যায়গায় গিয়ে বসলাম
।
দুজনের কেউ কারো সাথে কথা বলতেছি না। কিছুক্ষন যাওয়ার পর।
।
মিম এই নিরবতে ভেংগে বলে উঠলো
।
মিম: মাসুম!
।
আমি: কি
।
মিম: একটা কথা বলি তোমাকে।।
।
আমি: বলো দেখি কি কথা?
।
মিম: ছেলেরা এত সার্থপর কেন।।
।
আমি: সব ছেলেরা সার্থপর না বুঝছো?
।
মিম: সেটা ঠিক বলছো
।
আমি: হুম
।
মিম: কিন্তু
।
আমি: কি
।
মিম: কাউকে যে এখন আর বিশ্বাস করতে মন চায় না!!
।
আমি: সেটা তোমার ব্যাপার!!!
।
মিম: আচ্ছা বাদ দাও। বলো তো নেহার সাথে তোমার সম্পর্ক কি
।
আমি: ভাই বোন এর
।
মিম: এর চেয়ে বেশি কিছু না তো??
।
আমি: মানে কি বলতে চাও তুমি??
।
মিম: মানে প্রেম ভালোবাসা এই সব??
।
আমি: আরে না।
।
মিম: কেন?
।
আমি: ওর বয়ফ্রেন্ড আছে তাই!
।
মিম: তাহলে তো ভালই হলো!!
।
আমি: কেন?
।
মিম: না কিছু না!!
।
আমি: হুম!!
।
মিম: আচ্ছা একটা কথা বলি !!
।
আমি: বলো!!
।
মিম: মাইন্ড করবা না তো??
।
আমি: আরে না,,, বলো,,,,, তুমি।
।
মিম: না মানে আমি তো…… তো…তোমাকে…………………
(#চলবে)